04/20/2025 গজারিয়ায় সিটি গ্রুপের গুদামে আগুন
গজারিয়া প্রতিনিধি।।
১৪ মার্চ ২০২৩ ০৪:০৬
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর এলাকায় সিটি গ্রুপের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে,তবে কোন হতাহত হয় নাই।
গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন এর সিটি গ্রুপ এর অর্থনৈতিক অঞ্চলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,পরিত্যক্ত লোহা কাটিং করতে গিয়ে আগুনের সূত্রাপাত ঘটে।এ সময় পরিত্যক্ত দুটো স্পিড বোট ও দুটো ববিন পুড়ে যায়।খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিস এর কর্মী'রা আগুন নিয়ন্ত্রণ করে।তবে অগ্নিকাণ্ডের কারণে তেমন কোন ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায় নাই।
এ বিষয়ে গজারিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ষ্টেশন কমান্ডার রিফাত মল্লিক বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে ও নির্বাপণ করতে ৪০মিনিট সময় লেগেছে,তেমন কোন ক্ষয়ক্ষতি ও হয় নাই, হতাহতও হয় নাই।