04/20/2025 সতীঘাটা নতুন বাজারে কামালপুর যুবসমাজ ও গ্রামবাসীর উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।
১১ মার্চ ২০২৩ ১০:৩১
যশোর সদর উপজেলার ১১ নং রামনগর ইউনিয়নে সতীঘাটা নতুন বাজারের উত্তর পাশে মাঠ প্রাঙ্গণে কামালপুর যুবসমাজ ও গ্রামবাসীর উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) আছর বাদ সতীঘাটা নতুন বাজারের উত্তর পাশে যুবসমাজ ও গ্রামবাসীর উদ্যোগে এই বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি নূরুননবী চৌধুরীর সভাপতিত্বের এবং কামালপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি সাইফুল ইসলাম'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামীবিদ চিন্তাবিদ সুমিষ্টভাষি বক্তা মুফতী মাসউদুর রহমান নোমানী সাহেব। দ্বিতীয় বক্তা, তরুন উদীয়মান ও সুমিষ্টভাষি বক্তা মুফতী মনিরুজ্জামান - ওলীনগরী। তৃতীয় বক্তা হাফেজ হযরত মাওলানা মাহাবুব উল্লাহ, ইমাম খতিব বাইতুল মামুর জামে মসজিদ এরন্দামাঠপাড়া। অনুষ্ঠানে জিকিরে বয়ান করবেন,আলহাজ্ব হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব যশোরী। এই বাৎসরিক ওয়াজ মাহফিলে আরো উপস্থিত ছিলেন , ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ। উক্ত ওয়াজ মাহফিলে অংশ গ্রহণ করেন, স্থানীয় মুসল্লী মা বোনেরা, বিভিন্ন স্থান থেকে আশা এই ওয়াজমাহফিলে অংশ গ্রহণ করেন, মুসল্লী ও স্থানীয় মুসল্লীগেরা উপস্থিত ছিলেন। আয়োজনে সতীঘাটা নতুন বাজারের কামালপুর যুবসমাজ ও গ্রামবাসীর।