04/20/2025 মণিরামপুরে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন এস এম ইয়াকুব আলী
নিজস্ব প্রতিবেদক।।
৯ মার্চ ২০২৩ ০৮:২২
মণিরামপুরের গোবিন্দপুর আয়শ্রণ প্রকেল্প আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। বুধবার সকালে এস এম ইয়াকুব আলী ক্ষতিগ্রস্ত পরিবার ফিরোজা বেগম, মাসুদ গাজী, তহমিনা বেগম, আলমগীর হোসেন, রহিম মিয়া, কাসেম আলী, তানজিলা বেগম, সোহেল, মুসলিম উদ্দীন ও রিক্তা খাতুনকে খাদ্য সামগ্রী প্রদান করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, রসুন, মসলা ও গুড়া দুধ। এসময় তিনি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝেও আর্থিক সহায়তা দেন।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আহাদুল করিম, যুগ্ম আহবায় ও ইউপি সদস্য ফজলুর রহমান, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, আশিক, রিপন হোসেন, রিয়াদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, এস এম ইয়াকুব আলী এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের জন্য দীর্ঘদিন ধরে সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং দিচ্ছেন। সমাজের বিত্তবানদের এভাবে এগিয়ে আসা উচিত।
এস এম ইয়াকুব আলী বলেন, অগ্নিকাণ্ডে ১০টি ঘর-বাড়ি পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ানো নৈতিকভাবে প্রতিটি মানুষের একান্ত কর্তব্য। এসকল গরীব-অসহায় ছিন্নমুল মানুষের পাশে দাড়াতে পেরে খুব ভাল লাগছে।
জানা যায়, মহামারি করোকালীন সময়ে ও প্রতি ঈদে গোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পে ৪০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন এস এম ইয়াকুব আলী।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে মণিরামপুর উপজেলা গোবিন্দপুর আশ্রয়ণ প্রকল্পে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১০ টি বসতঘর ভূষ্মিভুত হয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।