04/20/2025 পটিয়ায় জেলা পরিষদের সদস্য ফারহানা আফরিন জিনিয়ার সংবর্ধনা ও ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদ দাতা।।
৮ মার্চ ২০২৩ ১৭:২৮
চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ফারহানা আফরিন জিনিয়ার সংবর্ধনা ও স্বর্গীয় দেবতোষ পাঠক (ছোটন) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা (গত ৬ মার্চ সোমবার) সন্ধায় পটিয়া পৌরসভার ২ নং ওয়ার্ড মাতৃভান্ডার এলাকায় অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ফাইনাল খেলায় খানমোহনা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন সর্দার পাড়া ফুটবল একাদশ।এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ ও সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা ধনঞ্জয় ভট্টাচার্য। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও দক্ষিণ ভুর্ষি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম।
বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি চট্টগ্রাম জেলা পরিষদ মহিলা সদস্য ফারহানা আফরিন জিনিয়া, বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর রুপক কুমার সেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মিল্কি চৌধুরী, দক্ষিণ ভুর্ষি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মঞ্জুরুল ইসলাম, পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি, সমাজ সেবক সার্ভয়ার স্বপন বিশ্বাস, ঝুন্টু কুমার দে, সুরুজ দে, শিবু রাম দে, সেলিম উল্লাহ, সুভাষ দে, নুরুল ইসলাম, রুবেল দে, শিবু দে, জহিরুল ইসলাম, মুক্তি রাম দে অনুষ্ঠান পরিচালনা করেন যুবলীগ নেতা কাঞ্চন নাথ। চেয়ারম্যান সেলিম চ্যাম্পিয়ান সর্দার পাড়া ফুটবল একাদশ কে টফি তুলে দেন। সংবর্ধিত অতিথি ফারহানা আফরিন জিনিয়া বলেন, একটি দেশের উন্নতি সে দেশের নাগরিকের যোগ্যতা ও দক্ষতার উপর অনেকাংশে নির্ভরশীল ।একজন সুনাগরিক দেশের জন্য সম্পদসরূপ।
তাই আমি মনে করি নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে নিচের কর্মপরিকল্পনা গুলো থাকা অত্যন্ত প্রয়োজন। নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রথম যে জিনিসটির প্রয়োজন তা হলো বুদ্ধি। বুদ্ধি হল একজন সুনাগরিকের সবচেয়ে মূল্যবান সম্পদ। আর এই বুদ্ধি অর্জন করা যায় একমাত্র শিক্ষা লাভ করে। বুদ্ধিমান নাগরিক উপযুক্ত প্রতিনিধি নির্বাচন, দক্ষতার সাথে দেশ পরিচালনা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখতে পারে।
একজন সুনাগরিক অবশ্যই হতে হবে আত্মসংযমী। আত্মসংযম নাগরিককে অসৎ কাজ থেকে বিরত রাখে। দেশ ও সমাজের স্বার্থে কাজ করতে ও নিয়ম মেনে চলতে অনুপ্রাণিত করে। তাই আত্মসংযম ছাড়া সুনাগরিক হওয়া সম্ভব নয়। আত্মসংযমী নাগরিক নিয়ম-কানুন মেনে চলে, অন্যের মতামতকে শ্রদ্ধা করে, দেশের স্বার্থকে নিজের স্বার্থের চেয়ে বেশি গুরুত্ব দেয়, অন্যায় কাজ ও দলীয় স্বার্থপরতা থেকে বিরত থাকে এবং রাষ্ট্রের সার্বিক মঙ্গলের জন্য কাজ করে।