04/20/2025 যশোরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন, ভৈরব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।।
৮ মার্চ ২০২৩ ১০:২৩
''এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'' এই স্লোগানকে সামনে রেখে, যশোর সদর উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখার উদ্যোগে দড়াটানা ভৈরব চত্বরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ মার্চ) বিকালে দড়াটানা ভৈরব চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপত্বিতে অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর ৬ আসনের সংসদ সদস্য এবং যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শাহিন চাকলাদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য জনাব মঈনউদ্দিন মিয়াজী, আরো উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোহিত কুমার নাথ, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আসাদুজ্জামান আসাদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বিপু এবং অনুষ্ঠানে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, যশোর জেলা উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষকলীগসহ জেলা উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।