04/20/2025 কেশবপুরের সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
অলিয়ার রহমান
৬ মার্চ ২০২৩ ১০:১৪
অলিয়ার রহমান, কেশবপুর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের এডহক কমিটির সদস্যদের পরিচিত ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ মার্চ) দুপুরে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের অফিস কক্ষে ওই পরিচিত সভা অনুষ্ঠিত হয়।ওই অনুষ্ঠানে সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি এবং ২নম্বর সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক অলিয়ার রহমান সভাপতিত্বে সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক গৌতম দত্ত এঁর সঞ্চালনায় পরিচিতি ও আলোচনা সভায় বক্তৃতা দেন, সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরী, সিনিয়র সহকারী শিক্ষক কাজী শফিউদ্দিন, ইউপি সদস্য সুভাষ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মহিবুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক আব্দুল আলিম, ৮নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মন্টু কুমার কুন্ডু, শাহজাহান আলী মোড়ল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি হওয়ায় অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে সভাপতি এবং সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
এছাড়াও সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ এডহক কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের এডহাক কমিটির সভাপতি অলিয়ার রহমান বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন মূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধি করার লক্ষ্যে শিক্ষক শিক্ষিকা কর্মচারী অভিভাবক ও কমিটির পক্ষ থেকে অগ্রনী ভূমিকা রাখতে ও প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে যা-যা করার প্রয়োজন তাই করা হবে। সেলক্ষ্যে আমি আপনাদের সবার কাছে সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি। যাতে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।
তিনি আরো বলেন খুব দ্রুত সময়ের মধ্যে অত্র প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারী যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত অলিয়ার রহমানকে সভাপতি সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক শ্যামল কুমার চৌধুরী কে সদস্য সচিব এবং সৈয়দ আলী কে সাধারণ শিক্ষক সদস্য, সুব্রত হোড় কে অভিভাবক সদস্য করে সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের এডহাক কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিকবৃন্দ, সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক মাস্টার জাফর ইকবাল, আজিবর রহমান, সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের সিনিয়র সহকারী শিক্ষক রেজওয়ান আলী, মঞ্জুয়ারা খাতুন, শেখ আবু নাছের, নজরুল ইসলাম, সৈয়দ আলী, সাজ্জাত আলী, আবুল হোসেন, উদয় চন্দ্র সেন, মোস্তাফিজুর রহমান, প্রীতি শারমিন, দেবব্রত আইচ সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গবৃন্দ।##