05/17/2025 যশোর জেলায় শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নরেন্দ্রপুর ক্যাম্পের ইনচার্জ নাজমুল হাসান
মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।।
৬ মার্চ ২০২৩ ০৭:০৬
যশোর কোতোয়ালী থানার অন্তর্গত নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হাসান শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন। এবছরের জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসের পুলিশের জেলা ক্যাটাগরীতে জেলার ৯টি থানা, ৩০টি ক্যাম্প ও ফাঁড়ির মধ্যে তিনি এই গৌরব অর্জন করেন। মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, মানব পাচার, ছিনতাই ও চুরি রোধসহ সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় তিনি যশোর জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন। রোববার (০৫ মার্চ) যশোর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দ্দার পিপিএম বিপিএম তার হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। এসময় এসআই নাজমুল হাসান যশোরের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ডস অপস), অতিরিক্ত পুলিশ সুপার 'ক' সার্কেল ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ৯টি থানার ওসিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।