04/20/2025 যশোরে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতার স্বরণে মুক্তিযোদ্ধাকে সম্মাননা পুরস্কার বিতরণ
মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।।
৪ মার্চ ২০২৩ ০১:০০
মহান স্বাধীনতা স্মরণে, '' মৃত্যুর উত্তাল তরঙ্গ পেরিয়ে জীবনের দিন খুঁজে পেয়েছি এবার বাংলাকে গড়বো সোনার বাংলা গড়ে তুলব।'' এই স্লোগানকে সামনে রেখে, যশোর সদর উপজেলার সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে মহান স্বাধীনতার স্মরণে রামনগর ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ সভাপতি জনাব মোঃ গোলাম মোস্তফাকে সম্মাননা ও পরিষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাতে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি যশোর সদর উপজেলার ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জনাব, মোঃ মাহমুদ হাসান লাইফ রামনগর ইউনিয়নে মুক্তিযোদ্ধা সংসদ, সভাপতি জনাব মোঃ গোলাম মোস্তফা, সম্মাননা পুরস্কার তুলে দেন মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনের হাতে। এ সময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষিকা ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, রামনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্যবৃন্দ, অভিভাবক সদস্যবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ এবং অনুষ্ঠানে পুরস্কার বিতরণ কালে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি সাংবাদিকবৃন্দ।