05/02/2025 যশোরে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।।
৪ মার্চ ২০২৩ ০০:৪৭
মহান স্বাধীনতা স্মরণে, '' মৃত্যুর উত্তাল তরঙ্গ পেরিয়ে জীবনের দিন খুঁজে পেয়েছি এবার বাংলাকে গড়বো সোনার বাংলা গড়ে তুলব।'' এই স্লোগানকে সামনে রেখে, যশোর সদর উপজেলার সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া সংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাকির হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ও আহবায়ক দিবস উদযাপন কমিটি, রামকৃষ্ণ রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১১ নং রামনগর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান জনাব মোঃ মাহমুদ হাসান লাইফ। প্রধান আলোচক অত্র বিদ্যালয়ের সভাপতি জনাব মোঃ আলতাফ হোসেন। বিশেষ অতিথি, সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সেক্রেটারি জনাব মোঃ নওশেদ আলী মন্টু। বিশেষ অতিথি রামনগর ইউনিয়নে মুক্তিযোদ্ধা সংসদ সভাপতি জনাব মোঃ গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন। বিশেষ অতিথি রামনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্যবৃন্দ। বিশেষ অতিথি পরিচালনা পর্যদের সম্মানিত, সদস্যবৃন্দ সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়। সার্বিক ব্যবস্থাপনায়, সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় সহকারী প্রধান জনাব মোঃ কামরুজ্জামান। আরো উপস্থিত বিদ্যালয়ে সিনিয়ন শিক্ষক আব্দুস সবুর, মশিউর রহমান, গোলাম মোস্তফা, সহকারী সহকারী শিক্ষক শান্তনু কুমার মন্ডল, সিনিয়র শিক্ষক বঙ্কিম চন্দ্র রাহা, সিনিয়র শিক্ষক মেহেরুন্নেসা, সহকারী শিক্ষক, আর্জিনা খাতুন, আজগর আলী, উম্মে তামিমা, মিনতি বিশ্বাস, অফিস সহকারী হারুন আর রশিদ, আয়া, জাহানারা বেগম, নিরাপত্তা কর্মী আল আমিন হোসেন, ফেরদৌস করিম, নৈশ্য প্রহরী এহিয়ার রহমান, পরিছন্নতা কর্মী আকাশ দাসসহ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিকবৃন্দ। পরিশেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন, অনুষ্ঠানে প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফসহ বিদ্যালয়ে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য এবং ইউপি সদস্যবৃন্দ।