04/20/2025 প্রাথমিকে বৃত্তি পেলেন সাবিত বিন সাঈদ
মনিরামপুর প্রতিনিধি।।
৩ মার্চ ২০২৩ ০০:৪১
সাবিত বিন সাঈদ যশোরের মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাধারণ গ্রেটে বৃত্তি পেয়েছে।
সে খাটুয়াডাঙ্গা গ্রামের ঐতিহ্যবাহী মৌলবী বাড়ির মোঃ আবু সাঈদ ও খাদিজা পারভিন জলির পুত্র।
সাবিত বিন সাঈদ এবার প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় খাটুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একমাত্র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তার সাফল্যে স্কুলের শিক্ষক শিক্ষিকারা গর্বিত, আগামীতে সাবিত বিন সাঈদ আরো ভালো কিছু করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাবিত এখন ঢাকাতে Bright Stars School. (BSS) নামক একটি মাধ্যমিক স্কুলে পড়ালেখা করছে, পরিবারের পক্ষ থেকে সাবিত বিন সাঈদের জন্যে সকলের কাছে দোয়া চাওয়া হয়, সুশিক্ষার মাধ্যমে এলাকা তথা দেশের জন্য সে কিছু করতে চায়।