04/20/2025 পটিয়ায় দোয়া মাহফিলে কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল- মোসলেম উদ্দিনকে দলের কর্মীরা আজীবন স্মরণ রাখবে
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদ দাতা।।
২ মার্চ ২০২৩ ০৭:৪৬
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি বলেছেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিকবিদ মোসলেম উদ্দিন আহমদ এমপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক ও ¯েœহধন্য ছিলেন। তিনি বাঙালির মুক্তির সংগ্রামের তাৎপর্যপুন্ন ভুমিকাও রেখেছেন। তাঁকে দলের নেতাকর্মীরা আজীবন মনে স্মরণ রাখবে। ১ মার্চ (বুধবার) সন্ধ্যায় পটিয়া মুন্সেফ বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক দোয়া মাহফিলে বদিউল আলম এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহŸায়ক ডিএম জমির উদ্দিন, পটিয়া উপজেলা মৎস্যজীবি লীগের আহŸায়ক সাইফুল ইসলাম, পটিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রফিক হাসান, পটিয়া পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, তৌহিদুল আলম জুয়েল, সাইফুদ্দিন ভোলা, সুজন বড়ুয়া,নুরুল ইসলাম, মাহাবু,সোহেল, বাবলু আলমগীর, আসিফ ও ছাত্রনেতা সাজ্জাদ হোসাইন আতিক হাসান। পরে মোসলেম উদ্দিন আহমদের আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করা হয়।