04/20/2025 গজারিয়া ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় এর ৮৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ওসমান গনি গজারিয়া প্রতিনিধি।।
২ মার্চ ২০২৩ ০৬:৪৫
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ এবং বাংলাদেশে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোবারক আলীর সভাপতিত্বে বর্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রেফায়েত উল্লাহ খান তোতা সিআইপি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা সোহেব আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন ভবেরচর ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মোঃ লিটন, টেঙ্গারচর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, ইমামপুর ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম প্রমূখ।