04/20/2025 অভয়নগরে পাওনা টাকা চেয়ে হামলায় শিকার বৃদ্ধ
বিশেষ প্রতিনিধি।।
১ মার্চ ২০২৩ ১০:০২
যশোরের অভয়নগরে পাওনা টাকা চেয়ে হামলায় শিকার হয়েছে মোঃ বাবর আলী মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধ কৃষক। হামলার শিকার বৃদ্ধ উপজেলার বারান্দী গ্রামের মৃত মোকছেদ আলী মোল্লার পুত্র। তিনি পেষায় একজন কৃষক। কৃষি কাজের পাশাপাশি তিনি স্যালো মেশিন দিয়ে অন্যের কৃষি জমিতে পানি সেচ দিয়ে জীবিকা নির্বাহ করেন।
জানা গেছে এক সপ্তাহ আগে একই এলাকার মকবুল দফাদারের পুত্র রুবেল (২৫) তার পুকুরের পানি সেচার জন্য ২০০ টাকা ঘন্টা চুক্তিতে ঠিক করে বাবর আলীকে। চুক্তি অনুযায়ী বাবর আলী তার পুকুরের পানি সেচার পর তার কাছে পাওনা টাকা চাইতে গেলে এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার বাবর আলী জানান, দুই শত টাকা ঘন্টা চুক্তিতে আমি ৩২ ঘন্টা মেশিন চালিয়ে তার পুকুর সেচে দেই।
চুক্তি অনুযায়ী আমি তার কাছে ৬৪০০ টাকা পাই। সে আমাকে ১৫০০ টাকা দিয়েছে। গতকাল রুবেল পালবাড়ীর মোড়ে সিদ্দিকের চায়ের দোকানে চা খাচ্ছিলো আমি তার কাছে পাওনা টাকা চাইলে সে উত্তেজিত হয়ে কিসের টাকা বলে প্রথমে গরম চা আমার মুখে ছুড়ে মারে এবং চায়ের কাচের কাপ দিয়ে আমার মাথায় আঘাত করে আমি মাটিতে পরে গেলে আমার পায়ে কাপের ভাঙ্গা অংশ দিয়ে আঘাত করতে থাকে একপর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেললে উপস্থিত স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ঈশিতা ইয়াসমিন জানান, হামলার শিকার বারব আলী নামের এক বৃদ্ধ মাথা ডান কান ও বাম পায়ে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়। বৃদ্ধ মুরব্বি এখনও ভর্তি আছে তার চিকিৎসা চলছে।
এ বিষয়ে ভবদহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই বাবুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, পালবাড়ি মোড়ে এক বৃদ্ধর উপর হামলার ঘটনা শুনেছি। তবে ভুক্তভোগীর পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।