04/20/2025 পটিয়া স্কুল ছাত্রী নিখোঁজ
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩১
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পটিয়া কুসুমপুরা স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনির এক স্কুল ছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজ স্কুল ছাত্রীর নাম সুলতানা ইসলাম মিম (১৩)। সে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের চাপড়া গ্রামের প্রবাসী মো: আইয়ুব খানের ১ম সন্তান।
স্থানীয় কুসুমপুরা স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনির ছাত্রী। শুক্রবার (২৪ ফেব্রæয়ারী) দুপুর সাড়ে ১২ টায় চট্টগ্রাম-কক্সবাজার রোডের পটিয়ার শান্তির হাট থেকে পটিয়া সদরের মুন্সেফ বাজার এলাকায় খালার বাসায় রওয়ানা দেয়। কিন্তু সে খালার বাসায় না পৌঁছায় অভিভাবকরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করে মেয়েটির কোন সন্ধান পাননি। পরে মেয়েটির মা কামরুন্নাহার ও খালা পটিয়া থানায় অভিযোগ দিয়েছেন এবং গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়েছেন। আশংকা করা হচ্ছে কোন অটো রিক্সা চালক মেয়েটিকে পৌঁছে দেয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায়।