04/20/2025 শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে-বদিউল আলম
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদ দাতা।।
২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:২৪
বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, বঙ্গবন্ধু’র কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় সারা বিশ্বে প্রসংশিত হয়েছে।
স্বাধীনতার স্ব-পক্ষে’র শক্তি আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই দেশ সর্বক্ষেত্রে উন্নয়নের মহাসড়কে পরিণত হচ্ছে। তাই আগামী জাতীয় সংসদ নিবার্চনে দেশের উন্নয়নের ধারা বেগবান করতে পুনরায় শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে হবে। আগামীতে শেখ হাসিনার উন্নত, সমৃদ্ধি ও স্মার্ট বাংলাদেশ গড়তে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। তিনি গতকাল শুক্রবার দুপুরে পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের মুকুটনাইট গ্রামে বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহ পটিয়ার উদ্যোগে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পটিয়ার দলীয় নেতা-কর্মীদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন।
এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ নেতা মোখতার আহমদ আরিফ। উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলাম সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক ছোটন সরকার এর পরিচালনায় বক্তব্য রাখেন মুকুটনাইট ধাতু চৈত্য বৌদ্ধ বিহারের সাবেক সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা বিবেকানন্দ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা দিপক বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, রিটন বড়ুয়া, যুবলীগ নেতা সাইফুল ইসলাম শাহীন, তৌহিদুল আলম জুয়েল, উজ্জ্বল ঘোষ, মোঃ ইউনুচ, অনুজ বড়ুয়া, জয়নাল আবেদিন ফরহাদ, মোঃ সাইফুল ইসলাম জুয়েল, আজিজুল্লাহ্ আজিজ, ছোটন বড়ুয়া, আবু তৈয়ব, জয় বড়ুয়া, মাখন বড়ুয়া, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসাইন, আতিক হাসান প্রমুখ।