04/20/2025 পটিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত -৬
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদ দাতা।।
২৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:১৮
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মো. রুবেল (৩৮ ) নামে তৃতীয় লিঙ্গের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পটিয়া বাইপাস সড়কের করল এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রুবেল চট্টগ্রামের কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার নুরুল আনোয়ারের পুত্র।
এ ঘটনায় আহতরা হলেন- পটিয়ার কচুয়াই ইউনিয়নের মো. ইব্রাহিম (৩৫), ময়মনসিংহ জেলার মোস্তাকিন (২৩), নোয়াখালী জেলার কবির হাট এলাকার সবুজ (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ইমন (২০), একই উপজেলার আরিফ (২৫), আবদুর রহিম (২৩), হেদায়েত (১৮) ও রুবেল (২২)।
পটিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী এম আর ট্রাভেলসের নাইট কোচটি (ঢাকা মেট্রো ব ১৫-৭৯৭৭) শুক্রবার সকাল ৮টার দিকে পটিয়া বাইবাস সড়কের করল এলাকায় পৌঁছলে চট্টগ্রামমুখী একটি লোকাল বাসের (চট্টমেট্রো জ ০৫-০২২২) মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে নাইট কোচটি রাস্তার পাশের বৈদ্যুতিক একটি খুঁটিতে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হন তৃতীয় লিঙ্গের রুবেল। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার কালের কণ্ঠকে বলেন, দুর্ঘটনাকবলিত বাস দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতে লাশটি শুক্রবার সকালে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইদুল ইসলাম জানান,
আমরা শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামমুখী লোকাল বাসটি হতে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করি। আর অপর বাসটি হতে বেশ কয়েক জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমান তারা চিকিৎসাধীন রয়েছে।