04/19/2025 শনিবার পটিয়ায় জাফর আহমদ ভান্ডার দরবার শরীফের ২০তম বার্ষিক ওরশ
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদ দাতা।।
২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১০
পটিয়া পৌরসভার ২নং ওয়ার্ড সুচক্রদন্ডী এলাকার জাফর আহমদ ভান্ডার দরবার শরীফের ২০ তম বার্ষিক ওরশ শরীফ ২৫ শে ফেব্রুয়ারী শনিবার মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এতে দিনব্যাপী বার্ষিক ওরশ উপলক্ষে মিলাদ ও চেমা মাহফিল এবং রাতে কাওয়ালী গান অনুষ্ঠিত হইবে। পরে আখেরী মোনাজাত শেষে ভক্ত অনুরক্তদের মাঝে তবররক বিতরণ করা হইবে। এতে উপস্থিত থাকবেন আলহাজ্ব শাহছুফি সৈয়দ কুতুব উদ্দীন শাহ (ম.) মােঃ আলী হােসেন আরফ, বিশিষ্ট ব্যবসায়ী, ফলমন্ডি, চট্টগ্রাম। মােঃ নাজিম উন্দীন, মােঃ সকান্দর হােসেন,
মােঃ মুসলিম, মােঃ জয়নাল আবেদীন আংকুর,
মােঃ ইয়াকুব মাঝি, মােঃ জসিম উদ্দিন,
মােঃ বালি ফকির প্রমুখ।এতে সর্বসাধারণের উপস্থিতি কামনা করেছেন মােঃ দিদারুল আলম মাহজভান্ডারী (ম.)। বিষয়টি নিশ্চিত করেন ঐ এলাকার কৃতি সন্তান পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি।