04/20/2025 যশোরের নরেন্দ্রপুর ইউপি'র উদ্যোগে যথাযথ মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মোঃ ওয়াজেদ আলী, বিশেষ প্রতিনিধি।।
২২ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২৩
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউপি'র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যথাযথ মর্যাদায় সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ভাষা জন্য যারা দিয়েছেন প্রাণ, যাদের বুকের তাজা রক্তেই রাঙিয়েছিল রাজপথ- সেই ভাষা শহীদের প্রতি আজ বিনম্র শ্রদ্ধায় স্মরণে জাতি। মঙ্গলবার (২১ শে ফেব্রুয়ারী) যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের পক্ষ হতে চেয়ারম্যান রাজু আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার নিদর্শনস্বরূপ যথাযথ মর্যাদায় রূপদিয়া শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সচিব নাজমা খাতুন, যশোর সদর উপজেলা ছাত্রলীগের সদস্য ও ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী ইমরান আলী, ইউপি সদস্য ফসিয়ার রহমান, আ: মালেক, তানজিলা খাতুন, রহিমা বেগম, শিউলি খানম, উদ্যোক্তা ফজলুর রহমান ও সহকারী বিথী খাতুন সহ সকল গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।