04/22/2025 যথাযথ মর্যাদায় সতীঘাটা সরঃ প্রাঃ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।।
২২ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৫৯
যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য সহীত অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন এবং গভীর শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮ঃ ০০ ঘটিকার সময় সতীঘাটা কেন্দ্রীয় শহীদ মিনারে, সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষাথীরা সকল শহীদদের স্মরণে, মহান শহীদ দিবস এবং অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সতীঘাটা সরকার প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি শান্তা সমাদ্দার প্রধান শিক্ষক, বিভা রানী মল্লিক, সহকারী শিক্ষক মনিরুজ্জামান, পিঞ্জিরা খাতুন, অনন্যা বিশ্বাস, শান্তা খাতুন, শ্রাবণীসহ সতীঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় সকল শিক্ষার্থীবৃন্দ।