04/20/2025 অভয়নগরে প্রতিবেশীর হামলার শিকার যুবক
বিশেষ প্রতিনিধি।।
২১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩০
যশোরের অভয়নগরে গাছের পাতা পড়াকে কেন্দ্র করে বিবাদের জেরে প্রতিবেশী শাহিন রেজা (৩২) নামের এক যুবকের উপর হামলার ঘটনা ঘটেছে।
গত রবিবার বেলা ১২ টার দিকে উপজেলার ৪ নং পায়রা ইউনিয়নের দক্ষিণ পাড়ায় এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, পায়রা দক্ষিণ পাড়ার মৃত আলী আকবর গাজীর পুত্র ফরিদ গাজী (৬০) এর পরিবারের সাথে একটি গাছের পাতা পড়া নিয়ে প্রতিবেশী আব্দুল হাকিম গাজীর পুত্র শাহিন রেজার বাগ বিতাণ্ডার এক পর্যায়ে শাহিন গাছটি কেটে ফেলার উদ্দেশ্য কুড়াল দিয়ে কয়েকটা কোপ দিলে ফরিদ গাজী ও তার পুত্র বায়েজিদ বাপ্পি গাজী (২৫) শাহিনের ঘরে ডুকে দেশীয় অস্ত্র লাঠি দিয়ে তার উপর হামলা চালায়। পরে স্থানীয়দের সহোযোগিতায় শাহিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করেন।
হামলার শিকার শাহিন জানায়, দীর্ঘদিন যাবত প্রতিবেশী ফরিদ গাজীর রোপন করা একটি শিরিশ কাছের পাতা পড়ে আমার বিছালীর গাদার ক্ষতি হচ্ছে। তাদের বারবার বলা সত্তেও তারা গাছটি কাটা অথবা গাছের ডাল ছাটাই না করায় আমি ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে গাছটিতে কয়েকটা কোপ দিয়ে আমার ঘরে চলে আসি এসময় ফরিদ গাজী ও তার ছেলে বায়েজিদ ওরফে বাপ্পি আমার ঘরে ডুকে আমার উপর হামলা চালায়। এ ঘটনায় তাদের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলেও যানান তিনি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নিনান্দ্রী সুন্দর কুন্ডু জানান, রবিবার দুপুরে মারামারির ঘটনায় হাত, মাথা মারাত্মক জখম সহ শরীলে বিভিন্ন জায়গায় নিলে ফোলা নিয়ে শাহিনে নামের এক যুবক হাসপাতালে ভর্তি হয়। তার ডান হাতের আঙ্গুলে মারাত্মক ইনজুরি হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করা হয়েছে।
এ বিষয়ে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাননি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।