04/20/2025 অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মুহাম্মদ বদিউল আলম
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদ দাতা।।
২০ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩৪
চট্টগ্রাম ১২ পটিয়া আসনে হাবিলাসদ্বীপ ইউনিয়নের খিল্লাপাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।
রবিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে তিনি এ সহায়তা সামগ্রী তাদের হাতে তুলে দেন।
শনিবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুন লেগে মিজানুর রহমানের বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতি হয় প্রায় ১০ লাখ টাকা।
রবিবার বিকেলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে কম্বল, শাড়ি, লুঙ্গী ও খাদ্য সামগ্রী বিতরণ করেন মুহাম্মদ বদিউল আলম।
এ সময় তিনি তাদের আশ্বস্থ করে বলেন, আমি ব্যাপকভাবে আরো পাশে থাকার চেষ্টা করবো। সমাজের বিত্তবানদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যেন ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সাইফুল ইসলাম, মাস্টার আবুল কালাম, দেলোয়ার হোসেন মেম্বার, যুবনেতা তৌহিদুল আলম জুয়েল, উজ্জ্বল ঘোষ, রবিন উদ্দিন, আশিক, আতিক হাসান, ইসমাইল প্রমুখ।