04/20/2025 মণিরামপুর শহীদ মিনার নেই ২৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে
মণিরামপুর প্রতিনিধি।।
২০ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৪৯
শহীদ মিনার ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। যশোরের মণিরামপুর উপজেলায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ মিলে মোট ৪৭২টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে শহীদ মিনার নেই ২৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে। এটি নিশ্চিত করছেন যশোর জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয়। মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় রয়েছে ২৬৭টি প্রাথমিক বিদ্যালয় এর মধ্যে ১৮২টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। মাত্র ৮৫ টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার আছে। অপরদিকে মণিরামপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মিলে ২০৫ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে ১১৯ টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শহীদ মিনার রয়েছে। আর ৮৬টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শহীদ মিনার নেই। শিক্ষা অফিস থেকে বলা হচ্ছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে যাদের সামার্থ আছে তারা নিজ খরচে প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মান করবে আর যেসব প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মানের সামার্থ নেই ওই সকল শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনার নির্মানের জন্য শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরে আবেদন করবে। শিক্ষা অফিস থেকে জানানো হয়েছে, যদি কোন বিদ্যালয়ে শহীদ মিনার না থাকে তাহলে পার্শ্ববর্তী বিদ্যালয়ে শহীদ মিনার থাকলে সেখানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে। যে কোনো ঐতিহাসিক ঘটনা স্মরণীয় করে রাখতে মানুষ নির্মাণ করে স্মৃতিস্তম্ভ। এর মাধ্যমে ইতিহাসকে হৃদয়ে ধারণ করা অনেক সহজ হয়, সরল হয়ে যায় অমর ব্যক্তিদের শ্রদ্ধা জানানোর কঠিন কাজটাও। সেজন্যই ’৫২-এর ভাষা আন্দোলনে বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গ করেছিলেন যারা, তাদের স্মরণে নির্মান করতে হবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার।