04/20/2025 চিরিরবন্দরে ট্রেনে কাটা একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার।।
১৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৩৪
দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা একজন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেন জিআরপি পুলিশ।
আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় এ দুর্ঘটনা ঘটেছে, স্থানীয় সুত্রে জানা গেছে, চিরিরবন্দর কাঁকড়া রেলব্রীজের পশ্চিম পাশে স্থানীয় একজন ব্যাক্তি ঢাকা থেকে পঞ্চগড় অভিমূখি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়া ঐ অজ্ঞাত ব্যাক্তিটিকে দেখতে পেয়ে চিরিরবন্দর থানায় খবর দেন।
পরে চিরিরবন্দর থানা কতৃপক্ষ ঘটনাটি সংশ্লিষ্ট রেল পুলিশকে অবহিত করলে দিনাজপুর স্টেশন রেলওয়ে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাষ্টার মোঃ ফখরুল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "অজ্ঞাতনামা ঐ ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি। দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ মরদেহ নিয়ে গেছে এবং এ ঘটনায় সাধারণ ডাইরী করা হয়েছে।