04/19/2025 অনুর্ধ ১৯ নারি ক্রিকেটার দিপা খাতুনের গ্রামে আগমন উপলক্ষে নবযাত্রা সমবায় সমিতির পক্ষ থেকে সংবর্ধনা
মিজানুর রহমান মাগুরা সদর প্রতিনিধি।।
১৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৪:২০
আই সি সি ক্রিকেট উনুর্ধ ১৯ বাংলাদেশ দলের ক্রিকেটার (অলরাউন্ডার) মোছা: দিপা খাতুনের গ্রামে আগমন উপলক্ষে "নবযাত্রা সমবায় সমিতির "পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত জানুয়ারি ২০২৩ এ শেষ হয়েছে আই সি সি উনুর্ধ ১৯ নারি বিশ্বকাপ ক্রিকেট। সেখানে বাংলাদেশ উনুর্ধ ১৯ নারি দল খুব সাফল্যের সাথে কোয়ার্টার ফাইনাল পযর্ন্ত খেলার সুযোগ পায়। বাংলাদেশ উনু্র্ধ ১৯ দলের "অপ স্পিনার" মোছা: দিপা খাতুন, মাগুরা জেলার আবালপুর গ্রামের মো: আসাদ বিশ্বাসের ৩য় কন্যা। তার গ্রামে আসার উপলক্ষে, তার গ্রামের " নবযাত্রা সমবায় সমিতির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে তাকে ফুল দিয়ে বরণ করা হয় এবং তাকে সম্মানা স্বরূপ ক্রেচ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামাল হোসেন (সিটিজেন সিংগাপুর) আরো উপস্থিত ছিলেন নবযাত্রা সমবায় সমিতির সভাপতি মো: গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক মোঃ এম এ জলিল জুয়েল। এছাড়াও উপস্থিত ছিলেন নবযাত্রা সমবায় সমিতির সকল সদস্য বৃন্দ।