04/20/2025 কবিতার নাম- গাইবও বসন্তের গান
সাহিত্য ডেস্ক।।
১৪ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫২
গাইবও বসন্তের গান
মোঃ শা হ্ জা লা ল।
তুমি আর আমি মিলে প্রকৃতির অপরূপ সাজে
মনের মাঝে শুধুই একটি সুর বাজে
শিমুলের বনে আজ লেগেছে বসন্তের আগুন
আজ কি তবে আবার এসেছে ফাগুন?
অধিকারে ছেড়ে দিয়ে সমস্ত অস্তিত্ব বিলিয়ে দিয়ে,
সানন্দে যোগ দিতে চায় নষ্টদের দলে।
আজ আমি নষ্ট হব উলঙ্গ হয়ে আনন্দে নাচবো।
আর যদি ফাল্গুন না আসে এই ভয়ে।
আজ আমি বৃষ্টিতে ভিজেছি মন খুলে কাঁদবো
কেউ বুঝতেই পারবেনা যে আমার
চোখ থেকে গড়িয়ে পড়ছে তোমাকে হারানোর জল
তাইতো বৃষ্টি এলেই ভাসিয়ে দেব বৃষ্টির জলে।
আজ বসন্তে ভালোবাসা বিক্রি হবে কেজি দরে,
স্ট্রবেরি ফ্লেভারে আমি সানন্দে নষ্ট হব।
এক্সিডেন্টে জন্মনিবে পিতৃ পরিচয়হীন এক সন্তান
সারাজীবন মুখ লুকিয়ে গাইবও বসন্তের গান।