04/20/2025 নড়াইল সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ গফ্ফারের খুটির জোড় কোথায়, জনমনে শ্রশ্ন
বিশেষ প্রতিনিধি।।
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০৬
নড়াইল অধুনিক সদর হাসপাতালে তত্বাবধায়ক হিসেবে যোগদানের পর থেকে ক্ষমতার অপব্যবহার করে সময় মত কর্মক্ষেত্রে যোগদান না করা সরকারি হাসপাতের কর্মকর্তা হয়ে পরিবারের অন্য সদস্যের নামে থাকা প্রাঃ ক্লিনিক পরিচালা করা, সরকারি হাসপাতালে বসে প্রাঃ ক্লিনিক পরিচালনা করা, হাসপাতালে দীর্ঘ ১০ বছর ধরে কর্মরত এবং
করোনা কালীন দুর্যোগে বিনা বেতনে কাজ করা ৩০ জন
আউটসোর্সিং স্টাফদের মৌখিক অব্যহতি দিয়ে নতুন ৭০ জনকে নিয়োগ দেওয়া সহ নানা অনিয়মকে নিয়মে পরিণত করা ডাঃ আব্দুল গফ্ফারের খুটির জোর কোথায় এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। গত শুক্রবার বহুল প্রচলিত স্থানীয় দৈনিক বিডি খবর অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সমসাময়িক সহ বিভিন্ন অনলাইনে তার অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ হলেও বহাল তবিয়তে তিনি তার অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসায় জনমনে এমন প্রশ্ন সৃষ্টি হয়েছে। এলাকা জুড়ে তাকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এ আলোচনা সমালোচনা থেকে বাদ পড়েনি সংশ্লিষ্ট কতৃপক্ষও। কতৃপক্ষের উদাসীনতায় দিনের পর দিন ডাঃ আব্দুল গফ্ফার এসব অনিয়মকে নিয়মে পরিণত করেছে বলে চলছে গুঞ্জন।
স্থানীয়রা বলছে একটি হাসপাতালের সার্বিক বিষয় খোঁজখবর নিবেন তত্ত্বাবধায়ক অথচ আব্দুল গফ্ফার হাসপাতালে তত্ত্বাবধায়ক হিসাবে যোগদানের পর হাসপাতালটিকে নিজের সম্পত্তি মনে করে নিজের সুবিধামত
নানা অনিয়মকে নিয়মে পরিণত করেছে। শ্রশ্ন উঠেছে হাসপাতালের সেবার মান নিয়েও।হাসপাতালে সেবা নিতে আসা মনোয়ার, কুলসুম বেগম সহ আরো কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, হাসপাতালে কর্মরত কয়েকজন মিলে সেবা দান কেন্দ্র হাসপাতালটিকে ব্যবসা প্রতিষ্ঠানে রুপ দিয়েছে। তাদের দাবি অতি দ্রুত এ সকল কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে হাসপাতালের সেবার মান নিশ্চিত করা জরুরী।