04/20/2025 কেশবপুরে চারুপীঠের উদ্যোগে সংগীত বিষয়ক কর্মশালা
অলিয়ার রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০২
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরে চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে খুদে শিক্ষার্থীদের নিয়ে সংগীত বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকালে আল আমিন মডেল একাডেমির হলরুমে দুই দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করা হয়।
চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে’র সভাপতিত্বে সংগীত বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, পাঁজিয়া সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক তাপস মজুমদার, খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান, প্রধান শিক্ষক মুজিবুর রহমান, চারুপীঠের সহসভাপতি সাহা বৈদ্য নাথ ও সহকারী পরিচালক শ্রাবন্তী রায় দে। ৫০ জন খুদে শিক্ষার্থীকে ওই কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার খুলনার সংগীত শিল্পী ইন্দ্রজিৎ কুমার সাধু। #