04/20/2025 কেশবপুরে বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর আলোচনা সভা
অলিয়ার রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫৮
মহান একুশের চেতনা 'জাগো মেধা জাগ্রত মনন'কে সামনে রেখে বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “ভাষা আন্দোলন: "বর্তমান সময় ও আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠ আসর অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর সভাপতি বিশিষ্ঠ কবি, নাট্যকার, গবেষক ও সব্যসাচি লেখক মুহম্মদ শফি'র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস)-এর সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন।
কবি ও নাট্যকার মনছুর আজাদের সঞ্চালনায় আলোচনা করেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, চুকনগর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসেম আলী ফকির, পাঁজিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর সভাপতি ও কেশবপুর উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অধ্যাপক মছিহুর রহমান, পাঁজিয়া সমাজ কল্যান সংস্থার পরিচালক বাবুরালী গোলদার, পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমান খান, জামিরা আসমতিয়া কলেজের সহকারী অধ্যাপক তাপস মজুমদার, সাগরদাঁড়ি করিগরি মহাবিদ্যালয়ে অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য প্রমূখ।
কবিতা আবৃতি করেন, গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, রাজনগর বাকাবর্শি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, কবি মানব মন্ডল, পাঁজিয়া আবহমান সংগঠনের পরিচালক রিয়াজ লিটন, দীপক বসু, এম,জি কবি মহসিন, অর্পিতা মজুমদার, প্রাবন্ধিক, গবেষক ও লেখক সুহৃদ সরকার প্রমূখ।
উপস্থিত ছিলেন, কবি ও সিনিয়র সাংবাদিক ইব্রাহিম রেজা, সমাজ সেবক সমীর দাস, মঙ্গলকোট সেবা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক এস,এম, কোরবান আলী, ডাঃ আবুবক্কর সিদ্দিকী, অনুপম ইসলামসহ আরও অনেক কবি।
বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস) কেশবপুর পৌরসভার পক্ষ থেকে জানান, ভাষা-জ্ঞান বুদ্ধিমত্তারই পরিচায়ক। একটি ভুল বানান বহু ভুলের জন্ম দেয়। আপনি সঠিক বানানটি লিখুন। মহান একুশের চেতনাকে সমুন্নত রাখুন।