04/20/2025 মাগুরায় আছাদুজ্জামান অডিটরিয়ামের উদ্বোধন করলেন এমপি শিখর
মিজানুর রহমান মাগুরা সদর প্রতিনিধি।
১২ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:২৭
মাগুরায় মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান অডিটোরিয়াম এর সংস্কারেরর মাধ্যমে সম্পূর্ণ নতুন আঙ্গিকে আধুনিকায়ন অডিটোরিয়াম এর উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর। উদ্বোধনকৃত অডিটরিয়ােম এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী বাদল চন্দ্র হালদার, , পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের প্রমুখ।
ঐতিহাসিক নোমানী ময়দান সংলগ্ন মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান অডিটোরিয়ামটি দীর্ঘদিন সংস্কারের অভাবে ব্যবহারের প্রায় অনুপযোগী হয়ে পড়েছিল, সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর এর ঐকান্তিক প্রচেষ্টায় মাগুরা জেলা পরিষদ ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের বরাদ্দকৃত অর্থ দ্বারা সংস্করণ করা অডিটোরিয়াম এখন পরিপূর্ণ রূপ লাভ করেছে।
এ সংস্কার কাজে ব্যয় হয়েছে ১ কোটি ৭২ লাখ টাকা। স্থানীয় সরকার মন্ত্রনালয় এবং জেলা পরিষদের আর্থিক বরাদ্দে এ সংস্কার করা হয়েছে বলে জানান কতৃপক্ষ।