04/20/2025 সফল সংগঠক সাংবাদিক মোবারক হোসেনকে সংবর্ধনা প্রদান
বিশেষ প্রতিনিধি।।
১০ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩৬
সফল সংগঠক হিসেবে অবদান রাখায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক অভয়নগর এর সন্তান সাংবাদিক মোবারক হোসেন কে অভয়নগর রিপোটার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট গেট সংলগ্নে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়। ক্লাবের যুগ্ম সম্পাদক আবুল বাসারের সঞ্চালনায় ক্লাবের সভাপতি বদরুজ্জামানের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি দবির উদ্দিন, চপল মল্লিক, সাধারণ সম্পাদক কাজী মোস্তাক, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, সদস্য শাম্মি আকুঞ্জি, বিটু আহমেদ জুবায়ের হোসেন, সুমিত ভৌমিক সহ অন্যান্য সদস্যবৃন্দ।