04/20/2025 কাঠ বোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত
বিশেষ প্রতিনিধি।।
১০ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:১৭
কাঠ বোঝাই একটি ট্রাক খাদে পড়ে ট্রাকের চালক আব্দুর রউফ সরদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এঘটনায়
ট্রাক চালকের সহোযোগি (হেলপার) সাগর (২৫) নামের এক যুবক মারাত্মক আহত হন। বৃহস্পতিবার ভোরে খুলনা যশোর মহাসড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক রউফ সরদার সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের রজব আলীর পুত্র।
আহত হেলপার সাগর জানায়, বাগেরহাট থেকে কাঠ বোঝাই করে তারা কুষ্টিয়ার উদ্দেশ্য রওনা হন। প্রতিমধ্যে আজ ভোরে খুলনা যশোর মহাসড়কের তালতলা এলাকায় পৌঁছালে ড্রাইভারের ঘুম ঘুম ভাব আসলে ট্রাকটি সড়ক থেকে খাদে পড়ে যায়।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৭ টার দিকে যশোর -ট ১১৪২৭২ ট্রাকটিখাদে পড়ে এ দুর্ঘটনা ঘটলে স্থানীয়াদের সহোযোগিতায় ট্রাকের চালক ও হেলপার কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক রউফ সরদারকে মৃত ঘোষণা করেন।