04/20/2025 মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজ উপজেলার মধ্যে সেরা
মণিরামপুর(যশোর)প্রতিনিধি।।
৯ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:১৫
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্থান লাভ করেছে নারী শিক্ষার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ যশোরের মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজ। এ প্রতিষ্ঠান থেকে এবার সর্বোচ্চ ৫৩জন জিপিএ-৫ পেয়ে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ স্থান লাভ করেছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, ৮ ফেব্রæয়ারি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের বিজ্ঞান শাখা থেকে ১৯ জন, মানবিক শাখা থেকে ৩২ জন এবং বানিজ্য শাখা থেকে ২জনসহ মোট ৫৩ জন জিপিএ-৫ লাভ করেছে। এ ছাড়া উপজেলার রাজগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ৩০ জন, মশিয়াহাটি ডিগ্রি কলেজে থেকে ২৮ জন, মণিরামপুর সরকারি কলেজ থেকে ২৬ জন, নেহালপুর স্কুল এন্ড কলেজ থেকে ২৩ জন, সম্মিলনী ডিগ্রি কলেজ থেকে ১৮ জন, গোপালপুর স্কুল এন্ড কলেজ থেকে ৬ জন, ঢাকুরিয়া কলেজ থেকে ৬জন, মুক্তেশ^রী ডিগ্রি কলেজ থেকে ৫জন, কুয়াদা স্কুল এন্ড কলেজ থেকে ৩জন এবং বালিয়াডাঙ্গা খানপুর কলেজে ও চিনাটোলা কলেজ থেকে ২ জন করে জিপিএ-৫ পেয়েছে।