04/20/2025 মাগুরায় “বাংলা ইশারা ভাষা ২০২৩” উদযাপন
মিজানুর রহমান মাগুরা সদর প্রতিনিধি।।
৯ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৫৫
“বাংলা ইশারা ভাষার প্রচলন,বাক ও শ্রবণ প্রতিবন্ধী বাক্তির জীবনমান উন্নয়ন”
এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় মাগুরাতেও মঙ্গলবার ‘বাংলা ইশারা ভাষা দিবস ২০২৩’ উদযাপিত হয়েছে। ইশারা ভাষা একধরনের সাংকেতিক ভাষার প্রয়োগ যা শ্রবণ ও বাকপ্রতিবন্ধী মানুষের যোগাযোগের ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখে।
প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে প্রতিবছর এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এ বছর জেলা প্রশাসন, মাগুরার আয়োজনে ও জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের সার্বিক ব্যবস্থাপনায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক আছাদুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক, মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, প্রতিবন্ধীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। সমাজের এই গুরুত্বপূর্ণ অংশকে বাদ দিয়ে কোন অবস্থাতেই দেশের সামগ্রিক কল্যাণ সম্ভব নয়। তিনি সমাজের সকল সচেতন ব্যাক্তিবর্গকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে বিকশিত হওয়ার পর্যাপ্ত সুযোগ দানের জন্য উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানে সমাজসেবা বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ঊপস্থিত ছিলেন