04/22/2025 অভয়নগরের হত্যা মামলায় আসামী সাভার থেকে আটক; অস্ত্র উদ্ধার
বিশেষ প্রতিনিধি।।
৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:০৫
যশোরের অভয়নগর ফুলতলা এলাকার রকিবুল ও দামুখালী সুব্রত হত্যার জরিত চরমপন্থি দলের সদস্য মোঃ সোলাইমান মোল্লা ওরফে জুয়েল (২৮) কে আটক করে হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটক জুয়েল খুলনা জেলার ফুলতলা উপজেলার জামিরা বাজার এলাকার মোঃ শাহজাহান মোল্লার পুত্র। জুয়েল নিষিদ্ধ সংগঠন নিউ কমিউনিষ্ট পার্টির সদস্য বলে জানা যায়।
রবিবার সকালে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এক প্লেস ব্রিপিংএ জানান, গত বছরের ১২ মে রাত অনুমান ৮ টার দিকে অভয়নগর উপজেলার দত্তগাতি সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ফুলতলা জামিরাবাজার গামী ইটের সলিং রাস্তার উপর রকিবুল ইসলাম তার স্ত্রীসহ মটরসাইকেলযোগে যাওয়ার সময় অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা রকিবুলের পেটে ও মাথায় গুলি করে তাকে হত্যা করে। এই ঘটনায় অভয়নগর থানার মামলা নং-১০ তাং- ১৩/০৫/২০২২ ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। এরপর চলতি বছরের ১১ জানুয়ারি সকাল অণুমানিক ৮ টার সময় মৎসঘের ব্যবসায়ী সুব্রত মন্ডলকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
হত্যার ঘটনা চাঞ্চল্যকর হওয়ায় জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আসামীদের সনাক্ত পূর্বক গ্রেফতারের লক্ষ্যে কঠোর নির্দেশ প্রদান করেন। এবং রকিবুল ইসলাম হত্যা মামলাটি জেলা গোয়েন্দা শাখায় তদন্তের জন্য ন্যাস্ত করেন। মামলাটি তদন্তকালে ইতোপূর্বে ৬ জন আসামীকে গ্রেফতার ও অস্ত্রগুলির অংশ বিশেষ উদ্ধার করা হয়। সে সময় থেকে ঘটনার অন্যতম আসামী জুয়েল, রাজু, সাগর পলাতক থাকে। গোপন তথ্যের ভিত্তিতে, মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই শেখ আবু হাসান এর নেতৃত্বে এসআই মফিজুল ইসলাম সহ অন্যান্য অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম ৪ ফেব্রয়ারি বিকাল সাড়ে তিনটার সময় ঢাকার সাভার থানাধীন নিমেরটেক নামক স্থানে অভিযান পরিচালনা করে রকিবুল হত্যার অন্যতম পলাতক আসামী জুয়েলকে গ্রেফতার করে। এবং তার স্বীকারোক্তি মতে রবিবার (৫ জানুয়ারি) অভয়নগর থানাধীন দত্তগাতি এলাকার অপর পলাতক আসামী জিয়াউর রহমান ওরফে জিয়া এর বসতবাড়ীর গোয়ালঘর থাকা বালির বস্তা থেকে ১টি ৭.৬৫ বিদেশেী পিস্তল উদ্ধার করে।
উদ্ধারকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র সংক্রান্তে এসআই শেখ আবু হাসান বাদী হয়ে এজাহার দায়ের করলে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু হয়।
পুলিশ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত ও পলাতক আসামীগণ সংঘবদ্ধ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংঘটন নিউ কমিউনিষ্ট পার্টির সক্রিয় সদস্য। এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির জন্য রকিবুল ইসলাম, সুব্রত মন্ডলকে হত্যা করে মর্মে জানা গেছে। জড়িত অন্যান্য চরমপন্থি সংগঠনের সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।