04/20/2025 মেহের-হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল আন্ত:হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত
পি কে রায়, স্টাফ রিপোর্টার।।
৫ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৪২
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মেহের-হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল আন্ত:হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারী) সকালে স্কুল ক্যাম্পাসে তিন দিন ব্যাপী চিরিরবন্দর মেহের-হোসেন আন্ত:হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ইছামতী হাউস, চিরি হাউস, করতোয়া হাউস, চারটি হাউসের শিক্ষার্থীরা অত্যন্ত আকর্ষণীয় প্যারেড ও নান্দনিক ডিসপ্লে প্রদর্শন করে।
ক্রীড়া প্রতিযোগিতায় ০৪ টি হাউসের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করবে।
অত্যন্ত আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ৫নং আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়েন উদ্দীন শাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃখালিদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলে এলাহী, মেহের-হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক গোলাম মোস্তফা, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিজানুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে "তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক শৃঙ্খলা, মনোজ্ঞ ডিসপ্লে ও প্যারেডের উচ্ছ্বসিত প্রশংসা করে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
এ ছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।