04/20/2025 অভয়নগরে তিন মাসের শিশু রেখে গৃহবধূর আত্মহত্যা
বিশেষ প্রতিনিধি।।
২ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৯
যশোরের অভয়নগরে তিন মাসের শিশু রেখে নাজমিন বেগম (২১) নামের এক গৃহবধূর আত্মহত্যা করেছে।গতকাল বুধবার দুপুরে উপজেলার লক্ষীপুর গ্রামে শশুর বাড়িতে নিজঘরের ভিতর থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয় । সে উপজেলার লক্ষীপুর গ্রামে শাহজাহান আলী মোড়ল এর ছেলে শাকিল মোড়লের স্ত্রী ও
ধোপাদি গ্রামের আলমগীর মোড়লের মেয়ে।
তার জাকারিয়া নামের তিন মাস বয়সি একটা পুত্র সন্তান রয়েছে।
শশুর শাহজাহান আলী জানান, গত কয়েক দিন আগে স্বামীর সাথে ঝগড়া হয় তার পুত্রবধূর। বুধবার দুপুরে তার বাড়ির পাশের চাচী শাশুড়ি ডাকতে গেলে কোন সাঁড়া না পেয়ে ঘরে ঢুকে সিলিংফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। এ সময় বাড়ির লোক জন তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাসফিয়া রহমান হিয়া তাকে মৃত ঘোষনা করেন।
অভয়নগর থানার উপ-পরিদর্শক রিয়াজ হোসেন জানান, লক্ষীপুর গ্রামে নাজমিন বেগম নামের গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে । এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।