04/20/2025 অমর একুশে বইমেলা-২০২৩, প্রকাশিত হলো কবি- নাহার শিমু'র দুটি বই
সাহিত্য ডেস্ক।।
২ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৫১
আজ ১লা ফেব্রুয়ারী রোজ বুধবার শুরু হচ্ছে অমর একুশে বইমেলা- ২০২৩। গত দুই বছরের তুলনায় এবারের বইমেলা অনেকটাই ভিন্ন। করোনা মহামারির জন্য গত দুই বছর মেলা নির্দিষ্ট সময়ে হতে পারেনি। এ বছর মাসজুড়ে চলবে মেলা। এ বছর আঙ্গিক ও বিন্যাসেও পরিবর্তন এসেছে, বেড়েছে নতুন প্রকাশক এবং স্টলের সংখ্যা। গত বছর প্যাভিলিয়নের সংখ্যা ছিল ৩৫। এবার প্যাভিলিয়ন হচ্ছে ৩৮টি। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিকের বইয়ের স্টল চলে আসছে সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে। এতে বিন্যাস কিছুটা বদলেছে। এবার জ্যামিতিকভাবে স্টলের বিন্যাস করা হয়েছে বলে সহজে খুঁজে পাওয়া যাবে এমন মন্তব্য মেলা পরিচালনা কমিটির সদস্যসচিব কে এম মুজাহিদুল ইসলামের।
সম্প্রতি কাগজের দাম বেড়ে যাওয়ায় বইয়ের মূল্য কিছুটা বাড়ছে বলে জানিয়েছেন প্রকাশকেরা। কিন্তু এতে বই প্রকাশ কম হবে না বলে ধারণা করা হচ্ছে স্টল বরাদ্দের হিসাবে। এ বছর মেলায় অংশ নিচ্ছে ৬০১টি প্রতিষ্ঠান। এ সংখ্যা গত বছর ছিল ৫৩৪।
বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে এখন চলছে স্টল তৈরির শেষ পর্বের কাজ। এই দুই চত্বর ঘুরে দেখা যায়, শিশু চত্বর রাখা হয়েছে মন্দির গেটের প্রবেশের ডান দিকে। শিশুদের বইয়ের দোকানও এখানে। ফলে সহজেই একই জায়গা থেকে বই পছন্দ করতে পারবে শিশুরা।
আজ বেলা তিনটায় নিজে উপস্থিত থেকে এবারের বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি থেকে প্রকাশিত সাতটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২ প্রদান করবেন।
গত সোমবার বিকেলে অমর একুশে বইমেলা ২০২৩ নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলা একাডেমি।
এবারের এই বই মেলায় পাওয়া যাবে পুরাতন লেখকদের সাথে নতুন লেখকদের বইও। সময়ের আলোচিত নতুন সাহিত্যিক ও কবি নাহার শিমু'র লেখা "অন্তর বৃষ্টি" ও "শুভ্রতার সৌরভ" নামের দুই বই
নবসাহিত্য প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে বলে জানান এই নবকবি। নবসাহিত্য প্রকাশনার স্টোর নাম্বার ২৪১ এবং ২৪২। পরিশেষে কবি- নাহার শিমু বলেন আজকে থেকে বইমেলা শুরু হচ্ছে সবাই বইমেলায় আমন্ত্রিত সবাই বই পড়ুন প্রিয়জনকে বই উপহার দিন।