04/20/2025 মণিরামপুর ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাবের আয়োজনে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও ক্রেষ্ট প্রদান
মণিরামপুর প্রতিনিধি।।
১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১৫
মণিরামপুর ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাবের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ইংরেজি ভাষার দক্ষতা অর্জন ও পরিধি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার ও ক্রেষ্ট প্রদান করেন এবং বক্তব্য প্রদান করেন মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাবের সভাপতি মোঃ কবীর হোসেন। মণিরামপুর ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাবের সাধারণ সম্পাদক ও মণিরামপুর সরকারী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন ও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক আব্বাস উদ্দীন, মণিরামপুর প্রেসকাবের সম্পাদক মোতাহার হোসেন, মণিরামপুর পাবলিক লাইব্রেরির সম্পাদক সহকারী অধ্যাপক নূরুল হক, মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল ইমরান বাবুল, মণিরামপুর সরকারী কলেজের প্রভাষক (অর্থনীতি) সাধান কুমার পাল, মণিরামপুর সরকারী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) এম, এ পিয়াস, মোঃ একরামুল হোসেন, সহকারী শিক্ষক (কৃষি) মোরশেদ আলম পায়েলসহ প্রমুখ।