04/20/2025 কেশবপুরের পাঁজিয়ায় সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদের মৃত্যুতে দোয়া মাহফিল
অলিয়ার রহমান
৩১ জানুয়ারী ২০২৩ ১৪:৫৮
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার মাহমুদের মৃত্যুতে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীনের উদ্যাগে ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের চত্বরে বর্তমান চেয়ারম্যান জসীম উদ্দীনের সভাপতিত্বে ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম এবং হাদিউজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী,ইউপি সচিব হুমায়ূন কবির, ইউপি সদস্য শহিদূল্লাহ, পাঁজিয়া সম্মিলিত সাংস্কৃতিক সংসদের সভাপতি নজরুল ইসলাম খান,পাঁজিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন, সমাজ সেবক বাবুর আলী গোলদার, ইয়ার মাহমুদের স্ত্রী দিলশান আরা ,সমির দাস, ছেলে রুদ্র মাহমুদ , আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, রেজাউল করিম রেজা, আব্দুল হালিম, জাকির হোসেন লাল্টু প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুল লতিফ, আব্দুল হামিদ, আব্বাস উদ্দীন, ইউপি সদস্য সালমা বেগম,দিল হাসনা মুক্তাসহ ইউপি সদস্য, গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পাঁজিয়া দারুল উলুম নুড়িতলা মাদ্রাসার পরিচালক মুফতি এহসান উদ্দীন। স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য গত শনিবার ভোরে তিনি উপজেলার পাঁজিয়া গ্রামের নিজ বাড়িতে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।