04/20/2025 বাংলা ভাষা বিশ্বের সাথে পরিচয় ঘটিয়েছেন মধুসূদনঃ মধুমেলার পঞ্চম দিনের আলোচনা সভায় অতিথিবৃন্দ
অলিয়ার রহমান
৩০ জানুয়ারী ২০২৩ ১৪:৪২
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
রোববার সন্ধ্যায় কেশবপুরের সাগরদাঁড়িতে মধুমেলার পঞ্চম দিনে মধুমঞ্চে বাংলা সাহিত্যে মধুসূদনের নাটক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, এম এম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও খুলনা বি এল কলেজের প্রাক্তন অধ্যাপক প্রফেসর আব্দুল মান্নান। সভায় আলোচনা করেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লিটু, তির্যকের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি ফরাজী আহমেদ সাঈদ বুলবুল, সুবর্ণ লিরির্ক’র সম্পাদক কবি কাসেদুজ্জামান সেলিম, প্রভাষক কানাইলাল ভট্টাচার্য, এবং কবি ও সাংবাদিক তহীদ মনি।
মধুমঞ্চে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাতে জলের গান ব্যান্ডের পরিবেশনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও যাত্রাপালা ‘আগামীর স্বপ্ন’ মঞ্চস্থ হয়।
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুরের সাগরদাঁড়িতে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী এ মধুমেলা শেষ হবে আগামী ৩১ জানুয়ারি। #