04/20/2025 এমপি শিখরের জন্মদিন উপলক্ষে জেলা ছাত্রলীগের খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠান
মিজানুর রহমান (মাগুরা সদর) প্রতিনিধি।।
২৯ জানুয়ারী ২০২৩ ০৯:৫৪
মাগুরা ১ আসনের এমপি আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান-শিখর এর ৫২ তম জন্মদিন উপলক্ষে মাগুরা জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত মাদ্রাসায় এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার, কলেজ পাড়া জামে মসজিদে জোহরের নামাজের পর দোয়ার অনুষ্ঠান শেষ করে বেলা ২;৩০ মিনিটের সময় মাদ্রাসার এতিমদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মুহিদুল ইসলাম হামিদ এবং আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রলীগের অন্যান্য নেতা কর্মী। এ সময় মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দৈনিক সমসাময়িক পত্রিকাকে জানান, আমরা আমাদের অভিভাবক সাইফুজ্জামান শিখর ভাইয়ের ৫২ তম জন্মদিন উপলক্ষে আমরা সকাল ১০ টার দিকে মাগুরা হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজ প্রাঙ্গনে প্রথমে বৃক্ষ রোপণ কর্মসুচি শেষ করি, পরে জোহরের নামাজের পরে দোয়া অনুষ্ঠিত হয় আয়োজনের সব শেষে প্রায় ২০০ এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ করেছি খাবার পেয়ে বাচ্চরা অনেক খুশি।