04/20/2025 পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধাবৃত্তি পরিক্ষা-২২ এর ফলাফল প্রকাশিত
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
২৯ জানুয়ারী ২০২৩ ০৭:১৯
চট্টগ্রামের পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধাবৃত্তি পরিক্ষা-২২ এর ফলাফল আজ প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করেন। এ উপলক্ষে ২৮ জানুয়ারি
মহাসচিব মুহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় পটিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি -সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের সন্মানিত অধ্যক্ষ আবু তৈয়ব। এতে ১ম থেকে ৫ম শ্রেণীর প্রায় ২০০০ শিক্ষার্থী অংশ গ্রহণ করে । ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে ৬৯০ শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস, এম,মোহাম্মদুল হক মাস্টার, জুয়েল বড়ুয়া,রহিম উদ্দিন, মহিউদ্দিন নূরী,আরফাত, আশরাফ, সেলিম উদ্দিন, নাছিমা বেগম, আফরোজা সুলতানা, চুমকি বড়ুয়া ও নাসরিন আক্তার।