04/19/2025 পটিয়ায় উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ট্রাইব্রেকারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫-৩ গোলে জয়লাভ
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদ দাতা।।
২৯ জানুয়ারী ২০২৩ ০৬:৫৮
চট্টগ্রামে পটিয়ায় উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় ট্রাইব্রেকারে ৫-৩ গোলের ব্যবধানে জয়লাভ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার (২৮ জানুয়ারী) বিকালে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যেকার টানটান উত্তেজনাকর ও শ্বাসরুদ্ধকর ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে গোলশূন্যভাবে ড্র হয়। ফলে খেলা গড়াই ট্রাইব্রেকারে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি আতিকুল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন এস আলম গ্রুপের চেয়ারম্যানের পিএস টু আকিজ উদ্দীন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকার ফোরাম সভাপতি আলহাজ্ব আমির হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রাকিবুল ইসলাম, টুর্নামেন্ট পরিচালনা কমিটি আহবায়ক আবুল কাসেম, কচুয়াই ইউপি চেয়ারম্যান ইনজামুল হক জসিম, ছনহরা ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতি, ডা: সৈয়দ সাইফুল ইসলাম, ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, ক্রীড়া সংগঠক পুলক চৌধুরী, সাংবাদিক শফিউল আজম, আ’লীগ নেতা আবুল হাসান খোকন, ক্রীড়া সংগঠক বোরহান উদ্দিন। আগামীকাল সোমবারর টুর্নামেন্টের তৃতীয় খেলা একই মাঠে বিকেল ৩টায় মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম আবদুস সোবহান ফুটবল দল।