04/20/2025 জামে মসজিদের জায়গা দখলের অভিযোগ
সেলিম চৌধুরী পটিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।।
২৮ জানুয়ারী ২০২৩ ০৯:৫১
চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের লালারখীল কেন্দ্রীয় জামে মসজিদের জায়গা দখল করার চেস্টার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটি’র সদস্য মাসুদুল আলম বাদী হয়ে পটিয়া থানায় প্রতিপক্ষ নেজাম উদ্দিন, কুতুব উদ্দিন প্রকাশ বকতিয়ারসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করছে।
অভিযোগ সূত্রে জানাযায়, বিবাদীগন দীর্ঘদিন ধরে লালারখীল জামে মসজিদের জায়গা জোর পূর্বক দখলের পায়তারা করছে। এবং মসজিদ পরিচালনা কমিটি’র নেতৃবৃন্দকে হুমকি ধমকি প্রদান করে আসছে। এই বিষয় নিয়ে বিবাদীদের সাথে স্থানীয়দের মধ্যে বৈঠক হয় তা বর্তমানে চলামান রয়েছে। গত ২০ জানুয়ারী বিবাদীগন মসজিদের সামনে রাস্তার উপর এসে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং মসজিদের জায়গা জোরপূর্বক দখলে নেওয়ার হুমকি প্রদান করেন। পরবর্তীতে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে বিবাদীগনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রশাসনের নিকট এ বিষয়ে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। এ ব্যাপারে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।