04/20/2025 কবিতার নাম- কুম্ভকর্ণ, কবি- অলিয়ার রহমান
সাহিত্য ডেস্ক।।
২৭ জানুয়ারী ২০২৩ ১৯:২৯
এসেছে ফাগুনের দিন -
বসন্তের আহবানে জেগেছে পাখির দল,
ফুলের ঠোঁটের চাঁদোয়া হাসিতে
মৌমাছিদের বেড়ে গেছে জ্বালা,
সাতরঙা প্রজাপতি উড়ে এসে
দেখিয়ে যায় তার স্বপ্নীল সৌন্দর্য,
কালো কোকিল অবিরাম গেয়ে যায়
পরীদের জাগরণী গান -
তবুও তোমার ভাঙল না ঘুম!
একবারও মেললে না চোখ!!!
এতো ফুল, এতো গান, এতো সবুজ অরণ্য
এমন ধবল রাত, এমন অরুণ আলোর ভোর,
এমন ব্যাকুল গোধূলি বেলা -
কিছুই দেখা হল না তোমার,
একবারও মেললে না চোখ!!!
দারুণ বিরহী বাতাস আজ চারিদিকে।
মানবতা লুণ্ঠিত হয়ে গেছে বন্দুকের নলে,
অসহায় শিশুর আর্ত চিৎকারে
শুকিয়ে গেছে মায়ের চোখের জল,
কত মানুষ ভেসে গেছে সাগরের জলে!
নিরন্ন মানুষেরা কতবার এসে দাঁড়িয়ে ছিল
তোমার সোনার দ্বারে ,
কারবালার মত কত মানুষ পানি পানি করে
অবশেষে পরাজিত হয়ে গেছে মৃত্যুর কাছে -
তবুও তোমার ভাঙল না ঘুম!
একবারও মেললে না চোখ !!!!