04/21/2025 বাংলাদেশ তিয়ানশি কোম্পানি লিমিটেড প্রসঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।।
২৬ জানুয়ারী ২০২৩ ০১:৪৯
যশোরের কুযাদা বাজারে বাংলাদেশ তিয়ানশি কোম্পানির লিমিটেড প্রসঙ্গে কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে কুয়াদা বাজারে তিয়ানশি কোম্পানি শাখা অফিস হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই তিয়ানশি কোম্পানির লিমিটেড প্রসঙ্গে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ তিয়ানশি কোম্পানি লিমিটেডের ৮ স্টার জেলা ম্যানেজার জনাব মোঃ আব্দুল গফুর, ৭ স্টার কুয়াদা অফিস সহকারী হাফেজ মোঃ আশরাফ আলী, ৭ স্টার কুয়াদা অফিস প্রোরফাইটার জনাব পলাশ কুমার দাস, ৬ স্টার কুয়াদা ডিস্ট্রিবিউটার মোঃ জামাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন, ৭ স্টার তিয়ানশি কোম্পানির লিমিটেড বসুন্দিয়া অফিস প্রোরফাইটার মোঃ হাফেজ আবু বক্কার।
বাংলাদেশ তিয়ানশি কোম্পানি লিমিটেড এর জেলা ম্যানেজার জনাব মোঃ আব্দুল গফুর দৈনিক সমসাময়িক কে জানান, ক্রমিক নাম্বার এবং যোগ্যতা সহিত নিজেদের মধ্যে আস্তা ও বিশ্বাস অর্জন গড়ে তুলাই হলো মূল লক্ষ্যে, এবং তিনি বাংলাদেশ তিয়ানশি কোম্পানি লিমিটেড এর ডিস্ট্রিবিউটার কর্মীদের মধ্যে কোম্পানির দিকনির্দেশনা বিষয় নিয়ে আলোচনা করেন।