04/21/2025 জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে যুবদলের কম্বল বিতরণ
মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার।।
২৫ জানুয়ারী ২০২৩ ১২:১৮
বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি , বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে । গতকাল (২৪ শে জানুয়ারি) মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মো. সোহেল রানা খানের উদ্যোগে শহরের প্রায় ৩ শতাধিক হতদরিদ্র ও খেটে খাওয়া পরিবারের মাঝে শীতের তীব্রতা থেকে বেচে থাকার সামগ্রী হিসেবে কম্বল বিতরণ করা হয় ।
কম্বল বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মো সোহেল রানা খান।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদল,ছাত্রদলের বিভিন্ন নেতা কর্মীরা।
বিতরণের পূর্বে বক্তারা, গ্রেপ্তারকৃত বিএনপির সকল নেতা কর্মীদের মুক্তির দাবি করেন।