04/21/2025 যশোরের রাজারহাটে সমাজকল্যাণ সমিতির উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতারণ
মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি।।
২২ জানুয়ারী ২০২৩ ০৬:১৭
যশোরের রাজারহাটে সমাজকল্যাণ সমিতির উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতারণ
মোঃ ওয়াজেদ আলী বিশেষ প্রতিনিধি
যশোরের রাজারহাটে সমাজকল্যাণ সমিতির উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতারণ করা হয়েছে। (২১ জানুয়ারী) শনিবার বিকালে রাজারহাট সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে রাজারহাট অঞ্চলের ৩০ জন শিতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। সমিতির সভাপতি নাজমুল হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সমিতির প্রধান উপদেষ্টা জনাব শেখ আহসান আলী সহ সকল উপদেষ্টা মন্ডলী ও সমিতির সদস্যবৃন্দরা। রাজারহাট সমাজ কল্যাণ সমিতির সভাপতি নাজমুল হোসেন বলেন, "মানবসেবায় আমরা" এই স্লোগান নিয়ে এই সমিতির কার্যক্রম চলছে। তিনি সমিতির সকল সদস্যকে নিয়ে এই স্লোগান বাস্তবায়নে. অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা এবং ভবিষ্যতেও শীতবস্ত্র বিতরণ করার জন্য আশা ব্যাক্ত করেন।