04/21/2025 কেশবপুরে মুক্তিযুদ্ধের সংগঠক সুবোধ মিত্রের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত
অলিয়ার রহমান
২১ জানুয়ারী ২০২৩ ০৮:৪৪
অলিয়ার রহমান,কেশবপুর প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও সাবেক এমএনএ সুবোধ মিত্রের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেশবপুরের বালিয়াডাঙ্গায় তার সমাধীতে পুষ্পস্তবক অর্পণ, বিদেহী আত্মার শান্তি কামনায় ধর্মীয়আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর সকাল ১১টায় সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় মিলনায়তনে এক স্মরণসভায় সভাপতিত্ব করেন সুবোধ মিত্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক ওয়াজেদ আলী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুবোধ মিত্রের পুত্র অ্যাডভোকেট মিলন মিত্র। প্রধান অতিথির বক্তব্য দেন সব্যসাচী লেখক, নাট্ট্যকর ও কবি মুহম্মদ শফি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সহসভাপতি মোতাহার হোসাইন, কবি ও রম্য লেখক মুনছুর আজাদ, এ্যাডভোকেট হাসানুজ্জামান তৌহিদ, উজ্জ্বল কুমার দাস প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষিকা, প্রতিবন্ধী ছাত্রছাত্রী, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকরা। পরে তাদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। #