04/21/2025 মণিরামপুরে শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করলেন এস এম ইয়াকুব আলী
তাজাম্মূল হুসাইন, মণিরামপুর (যশোর)।।
২০ জানুয়ারী ২০২৩ ০৯:০৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মণিরামপুরে তিন শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে পৌরহরের মোহনপুর এলাকায় কম্বল বিতরণ করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির নির্বাহী সদস্য ও সিটি প্লাজা, যশোর-এর স্বত্বাধিকারী এস এম ইয়াকুব আলী। তিনি বলেন, পৌরসভার বিভিন্ন এলাকায় অসহায় মানুষগুলো শীতের তীব্রতায় ভুগছেন। তাদের শীত নিবারণে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। দেশব্যাপী অসহায় মানুষের ভরসা শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে হাটছে।
সাবেক উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম মজিদের সভাপতিত্বে কম্বল বিতরণ অন্ষ্ঠুানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক গৌর কুমার ঘোষ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, ছাত্রনেতা সন্দ্বীপ ঘোষ, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিলন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আহাদুল করিম, যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য ফজলুর রহমান, সাংবাদিক অরবিন্দু, আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম বুলু, মহিলা নেত্রী মাজেদা খাতুন প্রমুখ।